- Home
- India News
- 'পাকিস্তানের কাজই সবকিছু অবৈধ উপায়ে করা', ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবিতে সিলমোহর ভারতের
'পাকিস্তানের কাজই সবকিছু অবৈধ উপায়ে করা', ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবিতে সিলমোহর ভারতের
Delhi On Pak illegal nuclear Test: গোপনে অবৈধ ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সিলমোহর দিলো ভারত। কী বলছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র? জানুন বিশদে…

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভারতের
পাকিস্তানের অবৈধ পারমাণবিক কার্যকলাপের রেকর্ড-এর সঙ্গে বর্তমান পরিস্থিতি খাপ খায় বলে মন্তব্য করেছিলেনন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিতর্কিত ইতিহাস সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং ট্রাম্পের বক্তব্যকে তারা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচনা করছে।
গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ইসলামাবাদ
অতি সম্প্রতি হোয়াইট হাউসে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে, গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ভারত যে বিষয়টি মোটেও সহজ ভাবে নিচ্ছে না তা স্পষ্ট প্রকাশ পেয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের গলাতে।
পাকিস্তানের ওপর নজর রাখছে ভারত সরকার
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা (Nuclear Testing) নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন যে, ‘’পাকিস্তানের গোপন এবং অবৈধ পারমাণবিক কার্যকলাপ তাদের বহু দশকের পুরনো ইতিহাসের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।''
চোরাচালানে অভ্যস্থ শাহবাজের দেশ!
রণধীর জয়সওয়াল বলেন, “গোপন এবং অবৈধ পারমাণবিক কার্যকলাপগুলি পাকিস্তানের ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যার কেন্দ্রে রয়েছে বহু দশকের চোরাচালান, রফতানি নিয়ন্ত্রণ লঙ্ঘন, গোপন অংশীদারিত্ব, এ.কিউ খান নেটওয়ার্ক এবং আরও অনেক বিস্তারণ (Proliferation)।'' তিনি আরও বলেন, "ভারত সর্বদা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তানের রেকর্ডের এই দিকগুলির প্রতি। এই প্রেক্ষাপটে, পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে আমরা নজরে রেখেছি।"
অবস্থান স্পষ্ট ভারতের
পাকিস্তান এর আগে পারমাণবিক পরীক্ষা চালানোর কথা অস্বীকার করেছিল। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছেন পাক প্রশাসনের উচ্চ পদস্থ এক কর্তা। যদিও পাক আধিকারিকের এই দাবি নিয়ে ভারত কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। তবে গোটা বিষয়টি যে কেন্দ্রের নজরে রয়েছে তা স্পষ্ট জয়সওয়ালের কথায়।

