India-Pakistan Conflict: শনিবার বিকেলে সংঘর্ষ-বিরতির কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গোলাগুলি চালানো শুরু করেছে পাকিস্তান। সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
India-Pakistan Ceasefire: শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর গুলি না চালানোর কথা ছিল। কিন্তু সংঘর্ষ-বিরতির (India-Pakistan Military Understanding) কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে হামলা চালাতে শুরু করেছে পাক সেনা (Pakistani Army)। এ ব্যাপারে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Foreign secretary Vikram Misri)। তিনি বলেছেন, পাকিস্তান যেন পরিস্থিতি ঠিকভাবে বোঝে। সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ সচিব বলেছেন, ‘গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের ডিজিএমও-দের মধ্যে চলতি সামরিক পদক্ষেপ বন্ধ করার চুক্তি শনিবার বিকেলে হয়েছিল। গত কয়েক ঘণ্টা ধরে এই চুক্তি পাকিস্তানের পক্ষ থেকে ভঙ্গ করা হচ্ছে। ভারতীয় সেনা এর কঠোর জবাব দিচ্ছে। এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনা। এই সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তান এর জন্য দায়ী। আমাদের বিশ্বাস, পাকিস্তান এই পরিস্থিতি ঠিকভাবে বুঝবে এবং এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন বন্ধ করার জন্য দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে।’
পাকিস্তানকে কড়া বার্তা বিদেশ সচিবের
বিদেশ সচিব আরও বলেছেন, 'সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় সীমান্ত লঙ্ঘনের যে কোনও পুনরাবৃত্তির ঘটনা কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে।'
রাত হতেই হামলা পাকিস্তানের
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, জম্মুর (Jammu) আর এস পুরা সেক্টর (R S Pura sector) ও আখনুর, রজৌরি জেলার (Rajouri district) নওশেরা (Nowshera) সেক্টরে গোলাবর্ষণের পাশাপাশি ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলিও চালাচ্ছে পাক সেনা। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পাশাপাশি পাঞ্জাব, রাজস্থান, গুজরাটেও পাকিস্তান সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা চালানো হচ্ছে। বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করার জন্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ফের সক্রিয় করা হয়েছে। পাকিস্তানের হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা আঘাত হানছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


