পরীক্ষায় টুকলি নিয়ে দুই পড়ুয়ার প্রশ্ন প্রধানমন্ত্রীকে, উত্তরে কি বললেন নমো, দেখুন
পরীক্ষায় টুকলি নিয়ে দুই পড়ুয়ার প্রশ্ন। উত্তরে প্রধানমন্ত্রী বললেন, ‘পরীক্ষায় টোকাটুকি নিয়ে চিন্তা থাকেই। বিশেষ করে ভাল পড়ুয়াদের। তারা পরিশ্রম করে পড়াশোনা করেন, অথচ কয়েকজন টুকলি করে পাশ করে যান। এই নিয়ে অনেকে গর্বও করেন।'
পরীক্ষায় টুকলি নিয়ে দুই পড়ুয়ার প্রশ্ন। উত্তরে প্রধানমন্ত্রী বললেন, 'পরীক্ষায় টোকাটুকি নিয়ে চিন্তা থাকেই। বিশেষ করে ভাল পড়ুয়াদের। তারা পরিশ্রম করে পড়াশোনা করেন, অথচ কয়েকজন টুকলি করে পাশ করে যান। এই নিয়ে অনেকে গর্বও করেন। মূল্যবোধের এই পরিবর্তন ভয়ঙ্কর। নানান অভিনব পদ্ধতিতে আজকাল পরীক্ষায় নকল করা হয়। আমার মতে, নকল করায় যতটা সময় ব্যয় করা হয়, সেই সময়টা শেখার জন্য ব্যয় করা উচিত। নকল করে একটা-দুটো পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না।'
Read more Articles on