সংক্ষিপ্ত
মণিপুর -সহ একগুচ্ছ ইস্যুতে সরকারপক্ষকে চাপে ফেলতে তৈরি বিরোধীরা। আজ সকাল ১০টায় মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠক করবে বিরোধীরা।
সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে। মণিপুর থেকে শুরু করে বিরোধী জোট- ইন্ডিয়া নিয়ে উত্তাল হতে পারে সংসদ। পাশাপাশি এবার সংসদের অধিবেশন গুরুত্বপূর্ণ। কারণে কেন্দ্রীয় সরকার এবারই পাশ করাতে পারে অভিন্ন দেওয়ানিবিধি আইন। যা নিয়ে বিরোধীরা বাধা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
১. কেন্দ্রের বাদল অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তার আগেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি অধিবেশন শুরুর আগেই নিজেদের মধ্যে বৈঠক করবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান বাদল অধিবেশনের শুরু থেকেই আঁটঘাঁট বেঁধেই মাঠে নামতে চলেছে বিরোধীরা জোট ইন্ডিয়া।
২. সূত্রের খবর বিরোধীরা সকাল ১০টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বৈঠক করবে। বাদল অধিবেশনে কী কী বিষয় বিরোধীরা উত্থাপন করবে তারই ব্লুপ্রিন্ট তৈরি হবে সেখানে।
৩. দিন কয়েক আগেই বেঙ্গালুরুতে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। তারপরই বিরোধী দলগুলি মাত্র এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার বৈঠকে বসছে। যা বিরোধীদের আরও বেশি করে উদ্দীপনা দেবে বলেও মনে করছেন জোটের নেতারা।
৪. কংগ্রেস সূত্রের খবর মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা জোর দেওয়া হবে। মণিপুরে হিংসা নিয়ে সরব হবে বিরোধীরা। প্রধানমন্ত্রী এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চাইবে বিরোধীরা।
৫. বুধবার থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানোর ভিডিও ঘিরে। যা সংসদের বাদল অধিবেশনের আগুনে আরও বেশি করে ঘি ঢালতে পারে। কারণ কংগ্রেস থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি গোটে ঘটনা ইতিমধ্যেই বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
৬. ইউনিফর্ম সিভিল কোর্ট বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও উত্তাল হতে পারে সংসদস। এই আইন পাশ করাতে মরিয়ে কেন্দ্র। কারণ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অঙ্গ এটি। তাই বাদল অধিবেশনে এটি পেশ হতে পারে। কারণ প্রধানমন্ত্রী একাধিক সভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুর চড়িয়েছেন।
৭. দিল্লির আমলাদের ওপর বিল নিয়েও সুর চড়াবে আম আদমি পার্ট। এবার তারা কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা পাবে - জোট শর্ত মেনেই। আর সেই কারণে বিরোধীরা এক্ষেত্রে সরকারের থেকে অনেকটা এগিয়ে রয়েছে।
৮. অন্যদিকে কেন্দ্র জানিয়েছে তারা মণিপুর সহ একাধিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত। মণিপুরে হিংসায় ৮০ জনের মৃত্যু হয়েছে সরকার হিসেব বলছে।
৯. পুরনো ভবনে সংসদের বাদল অধিবেশ শুরু হবে। অধিবেশন শুরুর দুই থেকে এক দিন পরে তা নতুন সংসদ ভবনে স্থানান্তরিত করা হবে।
১০. সংসদে বাদল অধিবেশন চলবে ১১ অগাস্ট পর্যন্ত। মোট ১৭ দিন আলোচনা হবে সংসদে।