সংক্ষিপ্ত
আজ সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন। সরকার ও বিরোধীরা তৈরি হয়ে মাঠে নেমেছে। তবে দুটি কক্ষই বেশ কিছুক্ষণের জন্য মুলতবি হয়ে যায়।
বৃহস্পতিবার বাদল অধিবেশনের প্রথম দিন। তবে প্রথম দিনই স্পষ্ট যে সংসদ উত্তাল হচ্ছে একাধিক ইস্যুতে। এদিন লোকসভা অধিবেশনের শুরুতেই স্পিকার ওম বিড়লা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলসহ দুই বর্তমান সদস্যের সঙ্গে লোকসভার ১১ জন প্রাক্তন সদস্যের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন। অন্যদিকে রাজ্যসভার অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতবি রাখা হয়েছে।
এদিন সংসদে উপস্থিত ছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীপক্ষের সনিয়া গান্ধী ও অধীর চৌধুরীও উপস্থিত ছিলেন সংসদে। সূত্রের খবর এদিনই সনিয়া গান্ধী প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন যেন সংসদ মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন লোকসভায় শপথ গ্রহণ করেছেম পঞ্জাবের জলন্ধর কেন্দ্র থেকে নির্বাচনিত সুশীল কুমার রিংকু। তিনি সংসদের নিম্নকক্ষে আপ-এর একমাত্র সদস্য।
অন্যদিকে এক ঘণ্টার জন্য রাজ্যসভার কার্যপ্রণালি স্থগিত রাখা হয়। তার আগে বর্তমান সাংসদ তথা প্রবীণ বিজেপি নেতা হরদ্বার দুবের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে। রাজ্যসভার দায়িত্ব সামলেছেন রাজ্যপাল তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
মণিপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'মণিপুরে মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখন ক্ষমা করা যায় না। এই ঘটনাটি দেশের জন্য লজ্জাজনক। দোষীদের রেহাই দেওয়া হবে না। ' সংসদে বাদল অধিবেশনের শুরুর আগে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও মণিপুরের হিংসা নিয়ে কোনও কথা বলেননি তিনি। তবে এই ঘটনা গত মে মাসের। আর্থাৎ সেই সময় থেকেই জাতিগত হিংসার আগুনি উত্তপ্ত হচ্ছিল মণিপুর।
মণিপুর , দিল্লি সহ একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ। ইউনিফর্ম সিভিল কোর্ট বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও উত্তাল হতে পারে সংসদস। এই আইন পাশ করাতে মরিয়ে কেন্দ্র। কারণ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অঙ্গ এটি। তাই বাদল অধিবেশনে এটি পেশ হতে পারে। কারণ প্রধানমন্ত্রী একাধিক সভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুর চড়িয়েছেন। দিল্লির আমলাদের ওপর বিল নিয়েও সুর চড়াবে আম আদমি পার্ট। এবার তারা কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা পাবে - জোট শর্ত মেনেই। আর সেই কারণে বিরোধীরা এক্ষেত্রে সরকারের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। সংসদে বাদল অধিবেশন চলবে ১১ অগাস্ট পর্যন্ত। মোট ১৭ দিন আলোচনা হবে সংসদে। তার মধ্যেই বেশ কয়েকটি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই চলতি বছর বাদল অধিবেশন সংসদে সরকার ও বিরোধী দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ।