সংক্ষিপ্ত

রাজ্যসভা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল। ডেরেকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্যসভার মর্যাদা ক্ষুন্ন করেছেন।

 

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে নিয়ে রীতিমত নাটক দেখল মঙ্গলবারের রাজ্যসভা। প্রথমে রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভার সাংসদকে বাকি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। কিন্তু মাত্র এক ঘণ্টারও কম সময়েই ডেরেককে রাজ্যসভায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। সকালেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই জানিয়ে দেওয়া হল ডেরেক সাসপেন্ড নন।

মণিপুর ইস্যুতে উত্তাল ছিল বাদল অধিবেশন। বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। সেইসময়ই ডেরেক রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বচয়ায় জড়িয়ে পড়েন ডেরেক। তারপরই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল। ডেরেকের বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্যসভার মর্যাদা ক্ষুন্ন করেছেন। অশালীন মন্তব্য করেছেন। কিন্তু দুপুরের পরই নতুন করে জানান হয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়নি। তাঁকে সাসপেন্ড করার অনুমোদন না মেলায় তা কার্যকর কা যায়নি। যার কারণে বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভায় উপস্থিত থাকতে পারেবেন ডেরেক। যদিও এদিন গোয়েল ডেরেককে সাসপেন্ড করার বিষয়টি উত্থাপন করলে তৃণমূলের সাসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দিখিয়েছিলেন। তৃণমূলের পাশে ছিল বিরোধীরাও।

অন্যদিকে জগদীপ ধনখড়ও জানিয়েছিলেন আগামী ১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশনের বাকি সময়টা ডেরেককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁকে রাজ্যসভা ছেড়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি। ১১টা ২৫ মিনিটে এই নির্দেশ দেওয়ার পরই রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন। দুপুরে যখন দ্বিতীয় দফায় রাজ্যসভার অধিবেশন চালু হয় তখন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি ডেরেকের বিষয়টি উত্থাপন করতে চেয়েছিলেন। তারপরই বেলা ১২টা ৫ মিনিটে জগদীপ ধনখড় জানান তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়নি। যদি তা করা হত তাহলে রাজ্যসভায় উপস্থিত থাকতে পারতেন না তিনি। ধনখড় বলেছেন, ডেরেককে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে পীযূষ গোয়েল বলেছেন, একাধিকবার রাজ্য়সভার মর্যাদা ক্ষুন্ন করেছেন ডেরেক। এটাই প্রথম নয়,ডেরেক চিৎকার করেন, ডেস্ক ঠেলে দেন, টেবিল চাপড়ে কথা বলেন। এটা শোভনীয় নয়। তিনি আরও বলেন চেয়ারম্যান উদারতা দেখিয়ে ডেরেকের বিষয়ে কোনও কঠোর সিদ্ধান্ত নেননি। তিনি আরও বলেছেন, তিনি আশা করেন ডেরেক দুঃখ প্রকাশ করবেন।