শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাতৃ বিয়োগের যন্ত্রণার মধ্যেও কিংবদন্তি ফুটবলার পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদী।

'ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি', মাতৃ বিয়োগের শোকের মধ্যেও কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ ডিসেম্বর রাতেই নিজের শহর সাওপাওলোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকের ছায়া ফুটবল বিশ্ব। তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা জানিয়েছেন বিশিষ্টরা। অন্যদিকে ৩০ ডিসেম্বর সকালেই প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। উল্লেখ্য এই দিনেই কলকাতা সফরে আসার কথা ছিল মোদীর। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনেও কথা ছিল এইদিন। বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল প্রধানমন্ত্রীর মায়ের। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাতৃ বিয়োগের যন্ত্রণার মধ্যেও কিংবদন্তি ফুটবলার পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদী।

শুক্রবার দুপুর নাগাদ নিজের টুইটার হ্যান্ডেল থেকে প্রয়াত ব্রাজিলীয় ফুটবলার পেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে শোকবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,'পেলের মৃত্যুতে ফুটবল জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। পেলে একজন বিশ্বমানের খেলোয়াড় ছিলেন। তাঁর জনপ্রিয়তা সীমাহীন। পেলের অসাধারণ দক্ষতা ও একের পর এক জয় আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। ওঁর পরিবার পরিজনদের সমবেদনা জানাই।'

Scroll to load tweet…

গত ২৯ নভেম্বর কোলন টিউমারের কেমোথেরাপি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তারপর থেকেই বাবার শারীরিক অবস্থা নিয়ে একেরপর এক পোস্ট করেছেন পেলে-কন্যা কেলি নাসিমেন্তো। বৃহস্পতিবার রাতে সাওপাওলোর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পেলে। এইদিন ফের একটি আবেগঘন পোস্ট করেন কেলি। পেলেকে ধন্যবাদ জানিয়ে কেলি লেখেন 'তোমাকে খুব ভালোবাসি।'

পেলের মৃত্যুর পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করলেন পেলের মেয়ে। ছবিটিতে দেখা যাচ্ছে পেলের হাতের উপর অনেকগুলি হাত রাখা। সঙ্গে লেখা 'আজ আমরা যা কিছু সবই তোমার জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি। শান্তিতে বিশ্রাম নাও।' এর আগেও ভক্তদের পেলের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন কেলি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। কেলি লিখেছিলে,'ডাক্তারদের পরামর্শ নিয়ে ও বিভিন্ন কারণ বসত বাবাকে আপাতত হাসপাতালে রাখাই ঠিক সিদ্ধান্ত হবে। তেমনটাই ঠিক করা হয়েছে। বাবার জন্য কাইপিরিনহাও বানাব। মজা করছি। বাবাকে খুব ভালোবাসি। আবার পরের সপ্তাহে নতুন খবর জানাব।'