১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের
আয়কর বিভাগ ১৫ ডিসেম্বরকে অগ্রিম করের তৃতীয় কিস্তি জমা দেওয়ার শেষ দিন হিসেবে ঘোষণা করেছে। যাদের আনুমানিক করের পরিমাণ ১০ হাজার টাকার বেশি, তাদের এই তারিখের মধ্যে মোট করের কমপক্ষে ৭৫ শতাংশ জমা দিতে হবে। এই নিয়ম না মানলে জরিমানা হতে পারে।

বিরাট খবর দেশবাসীর জন্য। হাতে প্রায় সময় নেই বললেই চলে। ১৫ ডিসেম্বর শেষ দিন, এই কাজ না করলে গুনতে হবে জরিমানা। ইতিমধ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল আয়কর বিভাগ। সেখানে উল্লেখ করা আছে বিস্তারিত। বিজ্ঞপ্তিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে কাজ শেষ না করলে দিতে হবে মোটা টাকা।
১৫ ডিসেম্বরের মধ্যে দিতে হবে আয়করের তৃতীয় কিস্তির টাকা। না হলে করদাতাদের পোহাতে হবে ভোগান্তি। দিতে হবে মোটা জরিমানা। প্রতিবারই আর্থিক বছরের শেষে এককালীন আয়করের বদলে তিন মাস অন্তর কিস্তিতে কর পরিশোধ করার সুযোগ দিয়ে থাকে কেন্দ্র সরকার।
এই ব্যবস্থাকে বলা হয় অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স। এটি সম্পূর্ণ আয়ের ওপর নির্ধারিত হয়। অর্থবর্ষে মোট করের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিস্তিতে কর মেটানো যায়।
১৫ ডিসেম্বর চলতি অর্থবর্ষের তৃতীয় কিস্তি দেওয়ার শেষ দিন। এই দিনের মধ্যেই করদাতাকে মোট আনুমানিক করের কমপক্ষে ৭৫ শতাংশ দিতে হবে। এই কাজ না করলে দিতে হবে জরিমানা।
প্রসঙ্গত, যাদের মোট আনুমানিক কর ১০ হাজার টাকার বেশি, তাদেরকে এই অগ্রিম কর দিতে হবে। এতে চাকরিজীবী, ব্যবসায়ী এবং পেশাদাররা অন্তর্ভুক্ত। তাই আপনি এই তালিকাভুক্ত হলে দেরি না করে কর দিয়ে দিন। ১৫ ডিসেম্বরের মধ্যে টাকা জমা না দিলে দিতে হবে জরিমানা।
