সংক্ষিপ্ত

  • শনিবার থেকে শুরু হচ্ছে ফিকির বার্ষিক সম্মেলন
  • উদ্বোধনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • উদ্বোধন করবেন বার্ষিক এক্সপো ২০২০-র 
     

ফিকির বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার অর্থাৎ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এরই সঙ্গে প্রাধানমন্ত্রী ফিকির বার্ষিক এক্সপো ২০২০-রও উদ্বোধন করবেন। 

১১, ১২ আর ১৪  ডিসেম্বর- এই চারদিন ধরে তলবে ফিকির বার্ষিক কনভেনশন।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারমনসহ একাধিক মন্ত্রী আমলা ও শিল্পপতি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই অনুষ্ঠানে যোগদান করবেন। সম্নেলনে মূল আলোচ্য বস্তু থাকবে অর্থনীতিতে কোভিড১৯ এর প্রভাব। সরকার কতৃক গৃহীত সংস্কার অর্থনীতির অগ্রগতির পথ নিয়ে আলোচনা করা হবে। আগামিকাল থেকেই শুরু হয়ে যাবে ফিকির বার্ষিক এক্সপো। আগামী এক বছরের জন্য চলবে। ভার্চুয়াল এই এক্সপো একাধিক সংস্থাকে তাদের তৈরি পণ্য প্রদর্শনের পাশাপাশি ব্যবসা করতে সহযোগিতা করবে বলে জানান হয়েছে। বিশ্বের ১০ হাজারেও বেশি প্রতিনিধি এই মেগাইভেন্ট যোগদান করবে বলে আশা করা হয়েছে। যার মধ্যে রয়েছে টাটা, ক্যাডিলা হেলফ কেয়ার, ওওয়াই হোটেল হোমস-এর মত সংস্থাগুলি যোগদান করবে।