মোদীকে স্বাগত জানাতে পেরে আপ্লুত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রসংশার ঝড় বইয়ে দিলেন আমেরিকার একাধিক নেতা।

প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফর এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে বিশেষ চর্চার বিষয়। মার্কিন মুলুকে মোদীকে স্বাগত জানিয়েছেন সে দেশের রাজনৈতিক কুশলীরা। শুধু তাই নয় মোদীকে স্বাগত জানাতে পেরে আপ্লুত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রসংশার ঝড় বইয়ে দিলেন আমেরিকার একাধিক নেতা। মার্কিন নেতা ব্রায়ান ফিটজপ্যাট্রিক মোদীর আমেরিকা সফর প্রসঙ্গে টুইটারে লিখেছেন,'আমার বন্ধু নরেন্দ্র মোদীকে নিয়ে এখানে পেয়ে আমরা সম্মানিত। আমাদের ক্যাপিটলে তাঁকে স্বাগত জানাই।' স্টিভ ডেইনস টুইট বার্তায় লিখেছেন,'বেশ কিছু বছরের আলোচনার পর অবশেষে ফসলের উপর শুল্ক কমানোয় ভারতের সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি। এটা একাধারে যেমন কৃষকদের জন্য লাভজনক, তেমনই ভারত-আমেরিকা সম্পর্কের জন্যও হিতকর।'

Scroll to load tweet…

অন্যদিকে তিন দিনের আমেরিকা সফরে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে এক ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন। হোয়াইট হাউসে সংবর্ধনা নিয়ে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতির পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। হোয়াইট হাউসের সুন্দর মুহূর্তের ভিডিও-ও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Scroll to load tweet…