সংক্ষিপ্ত

ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় মোদীর ভাষণ। ২০২৪-এ আবার সরকার গড়ার প্রচ্ছন্ন আভাস। বিঁধলেন প্রতিপক্ষ কংগ্রেসকেও। দিলেন বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান। 

ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী। লাল কেল্লার মঞ্চ থেকে ভারতের দ্রুততম অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকালে ভারতের প্রতিহত করার শক্তির প্রভূত প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। সারা দুনিয়ায় করোনা-পরবর্তী সময়কাল জিও-পলিটিকাল পরিস্থিতিতে, অর্থ ব্যবস্থার সংকটের সময় ভারতের উন্নতিতে গর্বিত অনুভব করার কথা জানালেন তিনি। পাশাপাশি , কংগ্রেস সরকারকেও খোঁচা দেওয়ার মন্তব্য শোনা গেল তাঁর বক্তব্যে। তিনি বলেন, ‘৩০ বছর পর দেশবাসী বুঝেছিল একটা মজবুত শাসকের প্রয়োজন, সেই জন্যই বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিল।’

প্রধানমন্ত্রীর বক্তব্যে ২০২৪-এর আসন্ন লোকসভা নির্বাচনে রাজধানীর মসনদে আবার বিজেপি সরকার গড়ার প্রচ্ছন্ন আভাস টের পাওয়া গেল। দেশবাসীর উদ্দেশ্যে মোদী বললেন, ‘২০১৯-এ আপনারা সরকার ফর্ম (তৈরি) করেছেন। তখনই মোদীর শক্তি এসেছে সরকার রি-ফর্ম (পুনর্গঠন) করার।’ বিভিন্ন কেন্দ্র সরকারি প্রকল্পে কেন্দ্র সরকারের আধিপত্য কায়েম রাখার বার্তাও শোনা গেল তাঁর কণ্ঠে। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি স্পষ্ট জানালেন “যে সব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব।"

১৫ অগাস্ট মণিপুরের হিংসা-পরিস্থিতি নিয়েও মুখ খুললেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মণিপুরের মা-বোনদের সম্মানহানী ঘটেছে। তবে কয়েকদিন ধরে সেখানে শান্তি ফিরেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি বজায় রাখার জন্য এবং সেখানকার সমস্যা মেটাতে একসঙ্গে কাজ করবে। দেশবাসী মণিপুরের পাশে রয়েছে।”

আরও পড়ুন- 

PM Modi: স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে পৌঁছলেন নরেন্দ্র মোদী, লালকেল্লায় পতাকা উত্তোলন
Weather News: স্বাধীনতা দিবসের দিনও বৃষ্টির দাপট! মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Independence Day: কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা নাড়লেন হিজবুল জঙ্গির ভাই, গাইলেন ‘সারে জাঁহাসে আচ্ছা’
Independence Day 2023: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে