ট্রাম্প-রাহুলকে একহাত মোদীর! বারাণসীর মঞ্চ থেকে কড়া বার্তা

বারাণসীর মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী অস্থিরতার প্রেক্ষাপটে ভারতকে অর্থনৈতিক স্বার্থে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Share this Video

বারাণসীর মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিশ্বব্যাপী অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সব দেশ নিজেদের স্বার্থেই চলছে। ভারতও তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, তাই আমাদেরও আমাদের স্বার্থে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা রাজনৈতিক মতভেদ ভুলে স্বদেশী পণ্যের প্রতি অঙ্গীকার করবেন। দেশবাসীকে ‘লোকাল’-এর পক্ষে সোচ্চার হতে বলেন মোদী এবং জানিয়ে দেন, ভারতীয়দের তৈরি পণ্যই কেনার প্রতিশ্রুতি দিতে হবে সকলকে।

Related Video