সংক্ষিপ্ত
সোমবার বারাণসী সফর করবেন প্রধানমন্ত্রী মোদী
কাশী বিশ্বনাথ মন্দিরেও যাবেন
যোগ দেবেন দেব দীপাবলিতে
বিকেলে সারনা যাবেন তিনি
এদিন বারাণসী থেকে প্রয়াগরাজের মধ্যের জাতীয় মহাসড়ক - ১৯-এর প্রশস্তিকরণ জাতির উদ্দেশ্যে উত্সর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। তারপরে সেখানে একটি জনসভায় তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এদিন বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করবেন এবং এরপরে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর প্রকল্পটি পরিদর্শন করবেন। তারপর প্রধানমন্ত্রী দেব দীপাবলী মহোৎসবে যোগ দেবেন এবং তার পরে আরও একটি সমাবেশে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন - করোনা-র উৎস কি তবে ভারতে, ২০১৯'এর গ্রীষ্মেই শুরু সংক্রমণ - বিশ্বজুড়ে হইচই
আরও পড়ুন - ভারতে ক্রমেই কমছে করোনায় মৃত্যুর ভয়, সোমবার ৯৪ লক্ষ ছাড়ালো মোট রোগীর সংখ্যা
আরও পড়ুন - অন্ধ্র উপকূলে মিলছে রাশি রাশি সোনা, ঘূর্ণিঝড় নিভার ভাগ্য খুলে দিল গ্রামবাসীদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ ঘাট থেকে যাত্রা শুরু করবেন। রাজ ঘাট থেকে চেত সিং ঘাটে তিনি দেব দীপাবলি উদযাপন দেখবেন। তারপর সন্ধ্যায় তিনি রবিদাস ঘাট জেটিতে পৌঁছাবেন। সেখানে তিনি সন্ত রবিদাসের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
তারপর প্রধানমন্ত্রী মোদী সারনাথ প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করবেন। এখানে, প্রধানমন্ত্রী লাইট এবং সাউন্ড শোট-ও দেখবেন।