- Home
- India News
- ১০ এপ্রিলের মধ্যে এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেটে নিতে পারে টাকা, নির্দেশ RBI-র
১০ এপ্রিলের মধ্যে এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেটে নিতে পারে টাকা, নির্দেশ RBI-র
আরবিআই-এর নতুন নির্দেশ, ১০ এপ্রিলের মধ্যে পিএনবি গ্রাহকদের কেওয়াইসি জমা দিতে হবে। অন্যথায় অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হতে পারে এবং জরিমানা হতে পারে।

হাতে আর একটি দিন। ১০ এপ্রিলের মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই বিশেষ কাজ করে নিন।
১০ এপ্রিলের মধ্যে এই নিয়ম না মানলে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেটে নিতে পারে মোটা টাকা।
সদ্য এমনই নির্দেশ জারি করেছে আরবিআই। গ্রাহকরা তা না মানলে পড়বেন বিপদে।
কিন্তু, কী এমন নিয়ম জারি করল আরবিআই? যা না মানলে হতে পারে বিপদ? আসুন জেনে নেওয়া যাক-
পিএনবি-র গ্রাহকদের জন্য এসেছে এই নতুন নিয়ম। যা মানতে হবে ১০ এপ্রিলের মধ্যে।
আপনি যদি পিএনবি-র গ্রাহক হন তাহলে ১০ এপ্রিলের মধ্যে আপনার কেওয়াইসি জমা করান।
KYC আপডেট করা না থাকলে অস্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
এমনকী কাটা হতে পারে টাকাও। শোনা যাচ্ছে এমনটা।
তাই পিএনবি থেকে কোনও মেল বা এসএমএস পেলে তা উপেক্ষা করবেন না। দ্রুত আপনার বাড়ির কাছের ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন।
আর আজই আপনার KYC জমা দিন। KYC আপডেট করা না থাকলে আপনিই পড়বেন বিপদে।

