সংক্ষিপ্ত

অশোক পাণ্ডে নিজের এক্স হ্যান্ডেরে অশোক কুমার পাণ্ডে মাত্র ৫৬ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন। হিন্দিতে ক্যাপশন লিখেছেন, প্রথমতো ইরেজি বলা মানে এই নয় যে একজনের প্রচুর জ্ঞান আছে।

 

লজ্জায় মাথা হেঁট করে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। পাশাপাশি প্রশ্ন তুলে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভক্সপপ ভাইরাল হয়েছে,যেখানে দেশের তরুণ সমাজ জাতির জনকের নাম বলতে ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের লজ্জা নেই। তারপরই নিজের অজ্ঞাত ঢাকার চেষ্টা ইংরেজি বলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন এক্স ব্যবহারকারী অশোক কুমার পাণ্ডে।

অশোক পাণ্ডে নিজের এক্স হ্যান্ডেরে অশোক কুমার পাণ্ডে মাত্র ৫৬ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন। হিন্দিতে ক্যাপশন লিখেছেন, প্রথমতো ইরেজি বলা মানে এই নয় যে একজনের প্রচুর জ্ঞান আছে। দ্বিতীয় দোষী স্কুল ও শিক্ষকরা। তারা পড়ুয়াদের যথাযথ পথ দেখাতে ব্যর্থ। দেখুন ভাইরাল হওয়া ভিডিওটিঃ

 

 

প্রথম তরুণীও প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন জাতির জনক সর্দার বল্লভভাই প্যাটেল। দ্বিতীয় জন আরও এককাঠি ওপরে উঠে বলেন, নরেন্দ্র মোদী। তারপরে অবস্য জানান এই বিষয় সম্পর্কে তাঁর কোনও ধারনাই নেই। একজনতো আবার বলেন, ছবিটা তিনি মনে করেছেন, কিন্তু নাম কিছুতেই মনে করতে পারছেন না। যাইহোক হোস্টও হেসে ফেলেছেন তরুণ-তরুণীদের উত্তর শুনে।

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি ভিডিও পেয়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, এই শিশুরা স্কুবে পড়ে বলে মনে হয় না। সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়াতেই এই অবস্থা বলেও জানিয়েছেন অনেকে। অনেকে অবার প্রশ্ন তুলেছেন এদের স্কুলে পাঠিয়ে কোনও লাভ আছে কিনা!  অনেকেই গোটা সমাজকেই দায়ী করেছেন। যদিও যেসব তরুণ তরুণীকে ভিডিওতে দেখা গিয়েছিল তারা যে স্বচ্ছল পরিবারের তা বলার অপেক্ষা রাখে না। যা অর্থ তারা ভাল স্কুলে পড়াশুনা করেছে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু তারপরেও জাতির পিতা গান্ধীজির নাম নিতে না পারাটা বড়ই লজ্জার বলেও মনে করছেন নেটিজেনরা।