উত্তরাখন্ডে আটকে পড়া শ্রমিকদের জন্য বালুশিল্পের মাধ্যমে প্রার্থনা জগন্নাথদেবের কাছে, দেখুন ভিডিও
উত্তরাখন্ডে আটকে পড়া শ্রমিকদের জন্য এবার প্রার্থনা পুরীর জগন্নাথদেবের কাছে। বালিশিল্পী সুদর্শন পট্টনায়েকের হাতের ছোঁয়ায় মূর্ত রূপ পেল প্রার্থনা। সামনে হাত প্রসারিত করে প্রভুর থেকে শ্রমিকদের জন্য প্রার্থনা ভিক্ষার ছবি।
উত্তরাখন্ডের ভেঙে পড়া টানেলে এখনও আটকে শ্রমিকরা। বেশ কয়েকদিন ধরে চলছে নিরন্তর উদ্ধারকাজ। আটকে পড়া শ্রমিকদের জন্য এবার প্রার্থনা পুরীর জগন্নাথদেবের কাছে, বালিশিল্পী সুদর্শন পট্টনায়েকের হাতের ছোঁয়ায় মূর্ত রূপ পেল প্রার্থনা। শিল্পী বালি দিয়ে ফুটিয়ে তুললেন শ্রমিকদের জন্য দেশের প্রার্থনাকে, জগন্নাথদেবের মূর্তির সামনে বালি দিয়ে তৈরি হল টানেলের সামনের অংশ। সামনে হাত প্রসারিত করে প্রভুর থেকে শ্রমিকদের জন্য প্রার্থনা ভিক্ষার ছবি।