'গ্যাজেটের গুলাম হলে চলবে না' পরীক্ষার্থীদের একদিনের ডিজিটাল উপবাস করার পরামর্শ মোদীর

'প্রথমে ভাবুন আপনি স্মার্ট নাকি গ্যাজেট? অনেকেই মনে করেন নিজেদের থেকে গ্যাজেট বেশি স্মার্ট। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারতে গড়ে ৬ ঘণ্টা সাধারণ মানুষ ফোনের উপরে খরচ করেন। যখন টকটাইমের ব্যবস্থা ছিল, তখ গড়ে ২০ মিনিট খরচ হত। 

/ Updated: Jan 27 2023, 03:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'প্রথমে ভাবুন আপনি স্মার্ট নাকি গ্যাজেট? অনেকেই মনে করেন নিজেদের থেকে গ্যাজেট বেশি স্মার্ট। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারতে গড়ে ৬ ঘণ্টা সাধারণ মানুষ ফোনের উপরে খরচ করেন। যখন টকটাইমের ব্যবস্থা ছিল, তখ গড়ে ২০ মিনিট খরচ হত। আমাদের সৃজনশীলতার ৬ ঘণ্টা মোবাইলেই নষ্ট করে ফেললে , বড় বিপদ। আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। কিন্তু আমি তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। গ্যাজেটের গুলাম হলে চলবে না। উপোস করলে যেমন শরীর সুস্থ থাকে, সেভাবেই সপ্তাহে একদিন বা দিনে কয়েক ঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে উপোস করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

Read more Articles on