প্রথম মোদী সরকারে বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ সুষমার প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর বিদেশমন্ত্রী হিসেবে সুষমার প্রশংসায় নরেন্দ্র মোদীর  

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শোকবার্তায় তিনি লেখেন, বিদেশমন্ত্রী হিসেবে নিজের দফতরকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা। 

মঙ্গলবার রাতেই দিল্লির এইমসে প্রয়াত হন সুষমা স্বরাজ। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আরও পড়ুন- চলে গেলেন মানুষের আত্মার বন্ধনে বন্ধিত সুষমা, দেশজুড়ে শোকের আবহ

আরও পড়ুন- 'এই দিনটি দেখার অপেক্ষাতেই ছিলাম', মোদীকে ধন্যবাদ জানিয়েই চিরঘুমে সুষমা

প্রথম মোদী মন্ত্রিসভায় সাফল্যের সঙ্গে বিদেশমন্ত্রীর দায়িত্বপালন করেছিলেন সুষমা স্বরাজ। শোকবার্তায় এ দিন প্রধানমন্ত্রী লেখেন, 'একজন অসাধারণ প্রশাসক ছিলেন সুষমা স্বরাজ। নিজের মন্ত্রককে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। বহু দেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতিতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। মন্ত্রী হিসেবে যেভাবে তিনি বিশ্বের যে কোনও প্রান্তে বিপদে পড়া ভারতীয়দের সাহায্য করেছেন, তাতে তাঁর সহমর্মিতাও আমরা সবাই দেখেছি।'

Scroll to load tweet…

শুধু ভারতীয়রাই কেন, পাকিস্তানিরাও চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য ভারতে আসতে গিয়ে সমস্যায় পড়লে সুষমারই দ্বারস্থ হতেন। বলা ভাল, বিশ্বের দরবারে প্রথম মোদী মন্ত্রিসভার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন সুষমা।