২০২০ সালের প্রথম দিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সাতসকালে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মোদী বর্ষশেষের দিনও ট্যুইট করেন প্রধানমন্ত্রী ২০১৯ সালে দেশএর যাবতীয় খতিয়ান তুলে ধরেন ট্যুইটে
সব উৎসবেই ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছ জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রীতি বাদ গেল না নতুন বছরেও। ২০২০ সালের প্রথম দিন সকালেই ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, '২০২০ সাল সকলের খুব ভাল কাটুক। এই বছর আনন্দ ও উন্নতিতে ভরে উঠুক। সবাই সুস্থ থাকুন, সকলের ইচ্ছে পূরণ হোক।' দেশবাসীকে হিন্দিতেও ট্যুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
Scroll to load tweet…
এর আগে বর্ষশেষের দিন ৩১ ডিসেম্বরও ট্যুইট করেন মোদী। ট্যইটে তুলে ধরেন ২০১৯ সালে দেশএর যাবতীয় খতিয়ান। লেখেন, ' দারুণ সংমিশ্রণ। ২০১৯ সালে আমরা উন্নতি করেছি। ২০২০ তে নতুন ভারত গড়ার কাজ এগিয়ে যাবে।' দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদীর প্রথম নববর্ষ।
Scroll to load tweet…
