সংক্ষিপ্ত
"ধাক্কা মেরে বিজেপি সাংসদের মাথা ফাটিয়ে দিয়েছে রাহুল গান্ধি"! তুমুল শোরগোল সংসদে
সংসদে ঢুকতে গিয়ে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গির। ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল রাহুল গান্ধির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সংসদে।
আম্বেদকরকে অসম্মান করার অভিযোগ উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে । অভিযোগ তুলেছে বিরোধী শিবির। সেই মর্মে বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ চত্বরে প্রতিবাদে সামিল হন ইন্ডিয়া জোটের সাংসদরা।\
এই প্রসঙ্গে বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি জানান, যে সংসদের অধিবেশনের আগে তিনি মকর দ্বারের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে এক সাংসদকে ধাক্কা মারেন রাহুল গান্ধী। এরপরেই বিজেপি সাংসদের গায়ে এসে পড়েন তিনি। মাথা ফেটে যায় তাঁর।
অন্যদিকে পালটা কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি সাংসদরা কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মেরেছেন।
এ প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, “ বিজেপি সাংসদরা আমাদের প্রবেশ করতে দিচ্ছিলেন না। আমি ভিতরে প্রবেশের চেষ্টা করলে তাঁরা আমায় ধাক্কা দেন। আমাকে হুমকিও দেওয়া হচ্ছিল”