Ashwini Vaishnaw: ঠিক কী ঘটেছিল সেদিন বালেশ্বরে? দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ইলেকট্রনিং ইন্টারলকিং সিস্টেম পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে' বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । পাশাপাশি আরও জানান রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু করে দেওয়া হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় করা করা হচ্ছে সমস্ত কাজ।

Share this Video

শুক্রবার দুঃস্বপ্নের রাত বালেশ্বরে | ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৮৮। আহত হয়েছেন ৯০০-এরও বেশি যাত্রী। শনিবার দিনভর ঘটনাস্থলেই দেখা গিয়েছে অশ্বিনী বৈষ্ণবকে। সেখানেই একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। তিনি জানান 'ইলেকট্রনিং ইন্টারলকিং সিস্টেম পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে'। 

দুর্ঘটনার জেরে প্রচুর ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরাও । এই পরিস্থিতিতে যত তারাতারি সম্ভব ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায় ততই মঙ্গল । শনিবার রাতে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,'উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। রাত থেকেই রেললাইন পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে । রবিবার সকাল থেকে লাইন পরিষ্কার, লাইন পুনর্নির্মাণ এবং ওভারহেড তারে বিদ্যুতের কাজ চলবে। সোমবার সকাল থেকে শুরু হবে সিগন্যালিং সিস্টেম পুনরুদ্ধারের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় করা করা হচ্ছে সমস্ত কাজ।'

Related Video