পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনার ভুয়া ভিডিও ভাইরাল হওয়ায় রেল কর্মী সহ ৬ জন গ্রেফতার। AI ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছিল বলে জানা গেছে।
ভারত পাকিস্তানের এই অশান্তিমূলক আবহে ভাইরাল নরেন্দ্র মোদীর পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনার ভিডিও। শুক্রবার রাতে ফেসবুকে ইমারুল শেখ ওরফে স্বপন নামে একটি একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয় চাঞ্চল্যকর একটি ক্যাপশন এর সাথে।
ভিডিওর শুরুতেই দেখা যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতজোড় করে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তানের ওপর হামলা করা নিয়ে ক্ষমাপ্রার্থনা করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, " ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন"। ক্যাপশনের পাশে হাসির ইমোজি এবং পাকিস্তান ও বাংলাদেশের পতাকার ইমোজিও দেওয়া ছিল।
মিথ্যা এবং উস্কানিমূলক এই পোস্ট করার পর স্বপনের বন্ধুরা তাকে সাবধান করলে পোস্টটি দ্রুত ডিলিট করে দেন স্বপন। তবে ডিলিট করার আগেই ১ দিনের মধ্যে পোস্টের স্ক্রিনশট এবং ফেক ভিডিও ভাইরাল হয়ে যেতে শুরু করে সমাজ মাধ্যমে। চাঞ্চল্য ছড়ায় প্রচুর।
সরকারি রুমার স্ক্যানার টিমের পক্ষ থেকে জানা যায়, প্রকৃতপক্ষে, ২০২৫ সালের গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স উপলক্ষ্যে দেওয়া তার একটি ভিডিও বার্তার অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI -এর সহায়তায় পরিবর্তন করে ওই ফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
এরপরই প্রশাসন সক্রিয় হলে, গুসকরা থানার পুলিশ শনিবার রাতে ইমারুল শেখ ওরফে স্বপনকে গ্রেফতার করে, রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। সাথে আটক করা হয় তার পাঁচ জন বন্ধু-বান্ধবকেও। রাতেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে আটক করার সময় স্থানীয়দের কাছ থেকে জানা যায় স্বপনকে তৃণমূলের মিটিং মিছিলেও দেখা যেত।
পুলিশ সূত্রে খবর, ইমারুল শেখ ওরফে স্বপন একজন রেল কর্মী, বর্ধমান স্টেশনে পোস্টিং। সাত বছর আগে বাবা মারা গেলে বাবার চাকরিটই সে পায়। তারা দুই ভাই। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পিচকুড়ির ঢাল এলাকার বাসিন্দা এরা।


