সংক্ষিপ্ত
এই বিবৃতিতে বলা হয়েছে রাহুল গান্ধী রাজস্থানের বুন্দিতে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময়ই তিনি কটাক্ষ করে বলেছিলেন
ভোটমুখী রাজস্থানে নির্বাচনী প্রচার তুঙ্গে। কংগ্রেস বিজেপি দুই দলের নেতারাই নির্বাচনী প্রচার করছেন। এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, 'ভারত মাতা হ্যায় কৌন?' রাহুল গান্ধীর ভাষণের এইটুকু অংশই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে তুমুল জল্নপা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটির প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। যদিও সমাবেশের মধ্যে বিবৃতির পিছনে উদ্দেশ্যটি অস্পষ্ট রয়ে গেছে, নেটিজেনরা এই বিবৃতিটিকে ঘিরে গুঞ্জন বাড়িয়ে, মেমস, মজাদার ওয়ান-লাইনার এবং ব্যঙ্গাত্মক পোস্ট তৈরি করার সুযোগ নিয়েছিল।
এই বিবৃতিতে বলা হয়েছে রাহুল গান্ধী রাজস্থানের বুন্দিতে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেই সময়ই তিনি কটাক্ষ করে বলেছিলেন, 'ভারত মাতা কি জয় এর পরিবর্তে প্রধানমন্ত্রীকে আদানিজি কি জয় বলা উচিৎ। কারণ তিনি তারই পক্ষে কাজ করছেন। '
ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অধীন সরকার আদানি গোষ্ঠীর সদস্যদের অবিরাম সুবিধে দিয়ে আসছে। তাই নিয়ে বারবার প্রশ্ন তুলে মোদীকে আক্রমণ করে কংগ্রেস ও দলের নেতা রাহুল গান্ধী।