৯ মে মস্কোয় রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ।

আগামী ৯ মে মস্কোয় রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় রাজনাথের মস্কো সফরের কথা ছিল, যাঁকে রাশিয়া কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু গত মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার আলোকে তাঁর সফর বাতিল করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ।

রুশ কর্মকর্তারা প্রধানমন্ত্রী মোদীর বার্ষিক অনুষ্ঠানে মস্কো না যাওয়ার সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেননি। তবে সূত্রের খবর, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই আপাতত রাশিয়ার বিজয় দিবসে যোগ দেবেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।