সংক্ষিপ্ত

  • বিরল প্রজাতির সাপ উদ্ধার
  • মধ্যপ্রদেশ থেকে উদ্ধার
  • সাপটির দাম এক কোটিরও বেশি
  • পুলিশের জালে ৩ নাবালক

উদ্ধার হল  লাল রঙের স্যান্ড বোয়া সাপ। বিরল প্রজাতির এই সাপ বিষহীন হলেও সচরাচর এটিকে দেখতে পাওয়া যা না। এমনই একটি সাপকে মধ্যপ্রদেশের রাজগড় জেলার নরসিংহগড় শহরে পাচারের চেষ্টা চলছিল। তবে শেষরক্ষে হয়নি। ধরা পড়েছে ৫ পাচারকারী। উদ্ধার করা গিয়েছে বিরল প্রজাতির সাপটিকেও, যার দাম ১.২৫ কোটি টাকা। 

আরও পড়ুন : শতাব্দীর শীতলতম ডিসেম্বর, কনকনে ঠান্ডায় জেরবার রাজধানীর জনজীবন

এই মূল্যবান সাপ বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়েছে পাঁচ জন। তাদের মধ্যে তিন জনই আবার অপ্রাপ্তবয়স্ক। নরসিংহগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তাঁরা সাপটিকে বিক্রির জন্য দরাদরি করছিল। সেই সময়ই পুলিশকে খবর দেয় ইনফর্মার। আর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশবাহিনী। 

আরও পড়ুন: বর্ষবরণে তিলোত্তমায় থাকছে না বৃষ্টির ভ্রুকুটি, আশার খবর শোনাচ্ছে হাওয়া অফিস

বিষহীন এই সাপ ওষুধ, কসমেটিক  তৈরির জন্য কাজে লাগে। তাছআড়া কালু জাদুর ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে এই সাপ খুবই মূল্যবান। ভাগ্য ফেরাতেও অনেকে এই সাপ ঘরে রাখেন। 

জানা গেছে সেহোর জেলা থেকে সাপটিকে আনা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে ওয়াইন্ড লাইফ প্রোটেকশন আইনে মামলা দায়ের করা হয়েছে।