Ration Distribution: এক সঙ্গে দেওয়া হবে ৩ মাসের রেশন, বিরাট সিদ্ধান্ত সরকারের
Ration Distribution: সরকারের তরফে ঘোষণা করা হয়েছে একসঙ্গে তিন মাসের বিনামূল্যে রেশন দেওয়ার। মধ্যপ্রদেশ সরকার আসন্ন বর্ষার আগেই মে মাসে জুন, জুলাই, ও অগাস্ট মাসের রেশন বিতরণ করবে।

দেশবাসীর জন্য বিরাট সিদ্ধান্ত নিল সরকার। দেশের বিপুল সংখ্যক মানুষ এই রেশনের ওপর নির্ভর করে।
রেশনের চাল ও ডাল দিয়ে মেলে অন্ন। আর এই আবহে এবার বিনামূল্যে রেশন বিতরণের বিষয় নিয়ে বড় তথ্য সামনে এল।
এবার থেকে এক সঙ্গে তিন মাসের রেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল সরকার। ২১ মে থেকে রেশন গ্রাহকদের জুন, জুলাই, অগস্ট মাসের রেশন দেওয়া হবে।
জানা গিয়েছে, আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা ঢুকতে চলেছে। যা ফলে আশা করা যাচ্ছে আর কিছুদিন পরেই বর্ষা ঢুকবে।
আসন্ন বর্ষার কথা মাথায় রেখেই এবার প্রশাসন এক বড় সিদ্ধান্ত নিল।
জানা যাচ্ছে, জুন, জুলাই ও অগস্ট মাসের জন্য বিনামূল্যে রেশন মে মাসেই সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে।
এবার তিন মাসের অগ্রিম রেশন দেবে সরকার। শীঘ্রই চালু হচ্ছে এই ব্যবস্থ।
তবে, এই ব্যবস্থা বা সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। বরং এই ব্যবস্থা চালু করছে মধ্যপ্রদেশ সরকার।
আসন্ন বর্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি ইউনিটে দুই কেজি গম এবং তিন কেজি চাল দেওয়া হবে। অন্যদিকে অন্ত্যোদয় কার্ডধারীদের মোট ৩৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে। ১৪ কেজি গম ও ২১ কেজি চাল দেওয়া হবে।

