'মনোনয়ন দাখিল করলে প্রচারে বাধা, প্রচার করলে বাড়িতে ভাঙচুর', ভোট সন্ত্রাস নিয়ে রাজ্যকে তোপ রবি শঙ্কর প্রসাদের
ভোটে হিংসার খতিয়ান নিতে রাজ্যে এসেছিলেন রবি শঙ্কর প্রসাদ। আজ সোমবার সাংবাদিক বৈঠকে ভোট সন্ত্রাস নিয়ে রাজ্যকে তোপ দিলেন তিনি ।
ভোটে হিংসার খতিয়ান নিতে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম রাজ্যে এসেছিলেন । বাংলার হিংসা কবলিত এলাকায় যান এই টিম । নেতৃত্বে ছিলেন রবি শঙ্কর প্রসাদ। এরপর সাংবাদিক বৈঠকে ভোট সন্ত্রাস নিয়ে রাজ্যকে তোপ দিলেন তিনি । রবি শঙ্কর প্রসাদ জানান মনোনয়ন দাখিল করলে প্রচারে বাধা, প্রচার করলে বাড়িতে ভাঙচুর , ভোটের দিন সন্ত্রাস - হাত পা ভেঙে দেওয়া হয় । জিতে গেলে শংসাপত্র দেওয়া হয় না, বাম ও কংগ্রেস বিষয়টি নিয়ে চুপ বলেও জানান তিনি ।
Read more Articles on