ATM থেকে টাকা তুলতে গেলেও গুণতে হবে মোটা খরচ, নতুন নিয়ম আনল RBI, জেনে নিন
ATM থেকে টাকা তুলতে গেলে এবার বাড়তি চার্জ দিতে হবে। দিনে ৫ বারের বেশি টাকা তুললে চার্জ দিতে হবে গ্রাহকদের। ATM ইন্টারচেঞ্জ ফি-ও বেড়েছে।

ফের গ্রাহকদের জন্য নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ATM থেকে টাকা তুলতে গেলে দিতে হবে বাড়তি টাকা, নতুন নিয়ম আনল RBI।
এবার টাকা তুলতে গেলে মোটা মাশুল গুনতে হবে। চার্জ বসাবে ব্যাঙ্ক।
এতদিন দিনে ৫ বার টাকা তোলা যেত বিনামূল্যে। তবে এবার বেশি টাকা তুলতে হলে দিতে হবে চার্জ।
আপনার জমানো টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তুলবেন আপনিই, তার বিনিময়ে চার্জ কাটবে ব্যাঙ্ক। আসছে এমন নিয়ম।
এবার থেকে ম্যাক্সমাম ক্যাশ ট্রানসাকশন ফি ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা।
এবার থেকে বিনামূল্যে ৫ বার টাকা তোলা যাবে। কিন্তু, তার বেশি টাকা তুললে এই নতুন চার্জ দিতে হবে।
তেমনই এটিএম ইন্টারচেঞ্জ ফি-ও বেড়েছে। তা ১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ টাকা।
মূলত এই ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে।
অর্থাৎ আপনার কার্ড যদি পিএনবি-র হয় আর আপনি অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে এই লিমিট পেরনোর পর এই টাকা দিতে হবে।
অন্যদিকে, আবার এটিএম চালানোর খরচও বাড়ছে ধীরে ধীরে।