RBI: জানুয়ারি থেকে বদল হচ্ছে নিয়ম, অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার পদ্ধতিতে বিশাল পরিবর্তন
- FB
- TW
- Linkdin
নতুন বছরে বিরাট বদল হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে। শোনা যাচ্ছে, এবার থেকে সপ্তাহে পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক।
তেমনই বদল হচ্ছে ফিক্সড ডিপোজিটের নিয়মে। এইডি-তে সুদের শতাংশ বাড়তে পারে বলে খবর।
এরই মাঝে প্রকাশ্যে এল নতুন এক পরিবর্তনের খবর। জানা যাচ্ছে, অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার পদ্ধতিতে বিশাল পরিবর্তন আসছে।
অনলাইটে টাকা পাঠাতে গিয়ে অনেক সমস্যায় দেখা দেয়। সামান্য ভুলে অনেক সময় টাকা অন্য কারও অ্যাকাউন্টে চলে যায়।
এবার থেকে টাকা পাঠানোর নিয়মে এল বড় বদল। গ্রাহকদের সুবিধার্থে এক নয়া পদ্ধতি আনতে চলেছে ব্যাঙ্কগুলো। এমনই নির্দেশ আরবিআই-র।
এই ব্যবস্থা চালু হলে আর টাকা লেনদেনে সমস্যা হবে না। আপনার পাঠানো টাকা ভুল বশত অন্য কারও অ্যাকাউন্টে যাবে না।
আরবিআই-র নির্দেশে বড় পরিবরর্তন আসছে অনলাইন ট্রানজাকশনে। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে আসছে পরিবর্তন।
আরটিজিএস এবং এনইএফটি-র দ্বারা টাকা পাঠানোর আগেই গ্রাহক দেখতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কার নামে আছে।
এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি-তে ব্যবহারকারীর নান নাম নথিভূক্ত করতে।
শীঘ্রই চালু হচ্ছে এই নিয়ম। এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি মারফত টাকা পাঠানো আরও সহজ হতে চলেছে।