সংক্ষিপ্ত

ভারতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দশকে বিভিন্ন কয়েন, নোট তৈরি হয়ে গিয়েছে। অনেক কয়েন ও নোট বাতিলও হয়ে গিয়েছে। এবার আরও এক কয়েন বাতিল হয়ে যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক কি ৫ টাকার কয়েন তৈরি বন্ধ করে দিয়েছে? বাজারে ৫ টাকার কয়েনের জোগান কমে যাওয়া নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছে। শীঘ্রই ৫ টাকার কয়েন বাতিল হয়ে যাবে বলেও জল্পনা চলছে। ভারতে দুই ধরনের ৫ টাকার কয়েন রয়েছে। পিতলের তৈরি ৫ টাকার কয়েনের পাশাপাশি মোটা কয়েনও বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এখন আর ৫ টাকার মোটা কয়েন তৈরি করা হচ্ছে না। সরকারিভাবে জানানো হয়েছে, কোনও কয়েন তৈরি করতে সেই কয়েনের দামের চেয়ে খরচ বেশি হয়ে যায়, তাহলে সেই কয়েন তৈরি বন্ধ করে দেওয়া হয়। ৫ টাকার কয়েনের ক্ষেত্রে এই ব্যবস্থাই করা হয়েছে। কিন্তু আসল কারণ অন্য বলে জানা গিয়েছে।

গলিয়ে ফেলা হচ্ছে কয়েন!

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, অসাধু ব্যবসায়ীরা ৫ টাকার মোটা কয়েন গলিয়ে ফেলে ব্লেড তৈরি করছে। প্রতিটি কয়েন গলিয়ে ৫টি করে ব্লেড তৈরি করা হচ্ছে। ফলে ৫ টাকার কয়েন গলিয়ে অন্তত ১০ টাকা লাভ করছে অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ভারতীয় অর্থনীতির উপরেও এর প্রভাব পড়ছে। এই কারণেই ৫ টাকার মোটা কয়েন তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাজারে শুধু পিতলের কয়েন পাওয়া যাচ্ছে। তবে কিছুদিনের মধ্যে পিতলের ৫ টাকার কয়েনও বাজার থেকে তুলে নেওয়া হতে পারে।

বাংলাদেশে পাচার হচ্ছে ৫ টাকার কয়েন!

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে পাচার করা হচ্ছে ৫ টাকার কয়েন। বাংলাদেশেই ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে। বাংলাদেশে ৫ টাকার কয়েন গলিয়ে ৬টি করে ব্লেড তৈরি করা হচ্ছে। প্রতিটি ব্লেড ২ টাকা করে বিক্রি করা হচ্ছে। এর ফলে ভারতে ৫ টাকার কয়েনের পরিমাণ কমে গিয়েছে। এই কারণে ৫ টাকার কয়েন তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নয়া নোটবন্দি মোদী সরকারের! হঠাৎ করেই বাতিল ৫টাকার কয়েন, জানুন বিস্তারিত

'শরীর গড়তে' ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেললেন যুবক! তারপর যা হল!

ছোট ১ টাকার কয়েন নিতে চায়না কেউ? তবে কি বৈধ নয় এই কয়েন? জানুন কী বলছে RBI