একলাফে বেতন বাড়বে ৩ গুণ? বেসিক পে হবে প্রায় ৩৫ হাজার! অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মৌলিক বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধেগুলি সংশোধন করতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ভাবনা চিন্তা করছে।
ন্যুনতম বেতন ধার্য করা হয়েছিল প্রায় ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের হিসেব ধরে এগোলে এবার কর্মীদের বেসিক পে ৩৪ হাজার ৫৬০ টাকা হওয়া উচিৎ।
কিন্তু কর্ম সংগঠনের দাবি, ৫০ হাজার টাকার বেশি। অর্থাৎ, তিনগুণেরও বেশি বেতন বৃদ্ধি করার ব্যাপারে দাবি জানানো হয়েছে।
সরকার এই দাবিকে মান্যতা দেয় কি না, এখন সেটা হবে দেখার বিষয়।
বেতনের সঙ্গেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত বাবদ ভাতা ইত্যাদি।
ফলে একটা মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।
এখন সরকারি কর্মীদের নুন্যতম বেতন বা বেসিক পে ১৭ হাজার ৯৯০ টাকা।
চলতি বছরে বাড়তি DA-র সঙ্গে বোনাস, বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এদিকে সরকারের এহেন পদক্ষেপে রীতিমতো লটারি লেগেছে কোটি কোটি সরকারি কর্মীদের।
অষ্টম বেতন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, এই ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭ গুণ। তবে অষ্টম বেতন কমিশনে তা বাড়িয়ে ২.৮৬ গুণ করা যেতে পারে।
সত্যি কথা হল, এখনও অষ্টম বেতন কমিশনের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। সরকার পক্ষ ও কর্মী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা জারি রয়েছে।