ভবিষ্যতের প্রযুক্তি, সমস্যার সমাধানে পুদুচেরিতে অনুষ্ঠিত ভারত G20 শীর্ষ সম্মেলনের বিজ্ঞান 20 সম্মেলন

পুদুচেরিতে অনুষ্ঠিত ভারত G20 শীর্ষ সম্মেলনের বিজ্ঞান 20 সম্মেলন। G20 শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে, পুদুচেরিতে বিজ্ঞান ২০ সম্মেলনের আয়োজন। এতে যোগ দিয়েছে ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ জি-২০ সদস্য দেশ ও বন্ধু রাষ্ট্র থেকে ৭৫টিরও বেশি প্রতিনিধিরা। 

/ Updated: Jan 30 2023, 08:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুদুচেরিতে অনুষ্ঠিত ভারত G20 শীর্ষ সম্মেলনের বিজ্ঞান 20 সম্মেলন। G20 শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে, পুদুচেরিতে বিজ্ঞান ২০ সম্মেলনের আয়োজন। এতে যোগ দিয়েছে ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ জি-২০ সদস্য দেশ ও বন্ধু রাষ্ট্র থেকে ৭৫টিরও বেশি প্রতিনিধিরা। এই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য দেশের নানা জায়গায় পরামর্শ সভা। ভারতের ২০০টি শহরে পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী সোমবার পুদুচেরিতে দুই দিনের G20 প্রতিনিধি বৈঠক শুরু হয়েছে। সম্মেলনের সূচনা হয় ইন্দোনেশিয়ার বক্তৃতার মাধ্যমে। G20 সম্মেলনের সভাপতিত্বে রয়েছে ভারত, অন্যদিকে ব্রাজিল আগামী বছর সভাপতিত্ব করবে। বিদেশী প্রতিনিধিদের হস্টেল, বিমানবন্দর এবং কনফারেন্স হলের চারপাশে ১৪৪ ধারা জারি । সম্মেলন স্থলকে ঘিরে পাঁচ স্তরের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।