Sharad Pawar on Ajit Pawar: প্রিয় ভাইপোর মৃত্যুতে কেঁদে ভাসালেন শরদ পাওয়ার, বললেন বড় কথা

অজিত পাওয়ারের মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন শরদ পাওয়ার। কথা বলতে বলতে বারবার কেঁদে ফেললেন শরদ।

Share this Video

তাঁর হাত ধরেই মারাঠা রাজনীতির কিংমেকার হয়ে উঠেছিলেন অজিত পাওয়ার। সবার থেকে তাঁর অজিত ভাইপোকেই সবচেয়ে কাছের মনে করতেন শরদ পাওয়ার। বারবার প্রশংসা করে বলেছেন, অজিতের মত তুখোড় মাথা রাজনীতিতে দরকার। সেই অজিত পাওয়ারের মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন শরদ পাওয়ার। কথা বলতে বলতে বারবার কেঁদে ফেললেন শরদ। ভাইপোর বিমান দুর্ঘটনায় কোনওরকম ষড়যন্ত্র খুঁজে না পেয়ে শরদ পাওয়ার বললেন, " অন্য কিছু নয়, এটা ভয়াবহ দুর্ঘটনা। কোনও ষড়যন্ত্র নয়।" 

Related Video