সংক্ষিপ্ত
পুনের পোর্শে কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রক্তের নমুনা বদলাতে সাহায্য করেছিল চিকিৎসক, বেরিয়ে এল সিসিটিভি ফুটেজ
পুনে পোর্শে কাণ্ডে নয়া মোড়! সিসিটিভি ফুটেজ থেকে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পুনেতে একসঙ্গে দুই ইঞ্জিনিয়ারকে গাড়ির তলায় পিষে দেয় এক ১৭ বছরের কিশোর।
বিলাশবহুল গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ২৬ বছরের দুই তরুণ-তরুণীর। এবার বেরিয়ে এল নতুন ষড়যন্ত্র।
একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে যে সাসুন জেনারেল হাসপাতালের এক কর্মী কিশোরের রক্তের নমুনা বদলে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। হাসপাতালের আরও এক কর্মী অতুল ঘাটকাম্বলের হাতে ঘুষ তুলে দিচ্ছেন এক মধ্যস্থকারী এমনও ফুটেজ সামনে এসেছে।
শুধু তাই নয়, জুভেনাইল জাস্টিস বোর্ড চত্বরে ৩ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, জুভেনাইল জাস্টিস বোর্ড চত্বরে ৩ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে। নাবালকের রক্তের নমুনা বদলে ফেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের ফলেরসিক ডিপার্টমেন্টের প্রধানকে।
রক্তের নমুনা বদলে ফেলার জন্য ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই কিশোরের বাবা ও মাকে। ১৯ মে দ্বাদশ শ্রেনীর পরীক্ষার ফলাফল বেরানোর ফরে বন্ধুদের সঙ্গে পার্টি করে ফিরছিল কিশোর । রাতে মদ্যপান করে ফেরার পথে দুই ইঞ্জিনিয়ারকে দামি বিলাশবহুল পোর্শে গাড়ির তলায় পিষে দেয় ওই কিশোর।