আজ রাত ১২টার পর 'ফ্রিজ' ভোটার তালিকা, SIR শুরুর দিনক্ষণ ঘোষণা কমিশনের
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ -সহ ১২ রাজ্যের জন্য SIR ঘোষণা করেছে। ভোটমুখী সব রাজ্যের নাম থাকলেও নেই অসমের নাম। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দিল্লিতে সাংবাদিক বৈঠকে SIR-এর নির্ঘণ্ট প্রকাশ করেছে

SIR ঘোষণা
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ -সহ ১২ রাজ্যের জন্য SIR ঘোষণা করেছে। ভোটমুখী সব রাজ্যের নাম থাকলেও নেই অসমের নাম। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে দিল্লিতে সাংবাদিক বৈঠকে SIR-এর নির্ঘণ্ট প্রকাশ করেছে। বিহারের SIR-র কাজখুব ভাল হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর।
রাত ১২টায় ফ্রিজ ভোটার তালিকা
নির্বাচন কমিশন ঘোষণা করেছে যেসব রাজ্যে SIR হবে সেই রাজ্যগুলিতে সোমবার রাত ১২টার পরে ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশন আরও যাদের জানিয়েছেন, বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে।
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা
নির্বাচন কমিশন জানিয়েছে যেসব রাজ্যে SIR হবে সেখানের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ও বৈঠক করবেন না কর্মীরা। কমিশন আরও জানিয়েছেন ভোটারদের চিন্তার কোনও কারণ নেই। কারণ একজন ভোটারের বাড়িতে তিনবার করে যাবেন বিএলওরা। ভোটারদের পুরোপুরি সাহায্য করবে।
কাগজ দিতে হবে না!
নির্বাচন কমিশন জানিয়েছে ২০০৩ সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কোনও কাগজ দেখাতে হবে না। কারও নিজের নাম না থাকলে যদি বাবা ও মায়ের নাম থাকলে তাহলে তাদেরও কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে ম্যাচিং ভোটাররা নিজেরাই সংগ্রহ করতে পারবে। রাজ্যের বাইরে যারা রয়েছেন তাদের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার ব্যবস্থা রয়েছে।
প্রক্রিয়া শুর নির্ঘণ্ট
SIR প্রক্রিয়া শুরু নিয়ে নির্বাচন কমিশন বলেছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। মঙ্গলবার থেকে এনুমেরেশন ফর্ম ছাপা ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি দিয়ে এনুমেশেন ফর্ম দেওয়া হবে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত তা খতিয়ে দেখার কাজ চলবে। চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ ফেব্রুয়ারি।
ভোটার হওয়ার যোগ্যতা
নির্বাচন কমিশন জানিয়েছে ১৯৫১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশে মোট ৮ বার SIR হয়েছে। রাজ্যে শেষ ভোটার তালিকা সংশোধন হয়েছে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। ভোটার হতে প্রয়োজন
- ভারতীয় নাগরিকত্ব
- ১৮ বছর বাতারও বেশি বয়স
- সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা

