১ নভেম্বর থেকে বাংলায় SIR শুরু? রইল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া
পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR- তাই নিয়ে জল্পনা তু্ঙ্গে। আজ বিকেলেই জাতীয় নির্বাচন কমিশন বাংলা-সহ একাধিক রাজ্যগুলিতে কবে থেকে SIR শুরু হবে তারই নির্ঘণ্ট প্রকাশ করবে। রইল এসআইআর-এর প্রক্রিয়া।

পশ্চিমবঙ্গে SIR কবে থেকে?
পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR- তাই নিয়ে জল্পনা তু্ঙ্গে। আজ বিকেলেই জাতীয় নির্বাচন কমিশন বাংলা-সহ একাধিক রাজ্যগুলিতে কবে থেকে SIR শুরু হবে তারই নির্ঘণ্ট প্রকাশ করবে। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে বাংলায় SIR হবে আগামী ১ নভেম্বর থেকে।
SIR প্রক্রিয়া
নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া করবে। তার জন্য কতগুলি নিয়ম মানতে হবে। তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য একাধিক নথি প্রয়োজন। তবে SIR নিয়ে বাংলার মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। শাসক ও বিরোধীদের মধ্যেই এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্কও রয়েছে।
বাংলায় ভোটার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলায় ভোটার রয়েছে ৭.৬৫ কোটি। SIR প্রক্রিয়া জরুরি ভোটার তানিকা থেকে ভুতুড়ে, মৃত, অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া। তবে ২০০২ সালে রাজ্যে শেষ SIR হয়েছিল। তাই সেই বছর তালিকায় যাদের নাম রয়েছে তারা নিশ্চিত। কিন্তু বাকিদের সমস্যা রয়েছে।
SIR প্রক্রিয়া
প্রথমে ERO দের কাছে পোর্টালে দিল্লি থেকে একটা ফর্ম আসবে। তাঁরা সেটাকে সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। সেটাকেই বলে এনুমারেশন ফর্ম। প্রায় ১৫ কোটি এনুমারেশন ফর্ম ছাপা হবে। সেই ফর্ম নিয়ে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। ২০২২ সালের কিন্তু এখনকার ভোটার লিস্টে যদি সংশ্লিষ্টের নাম থাকে তাহলে সব তথ্যই ফর্মে থাকবে। কিন্তু ফর্মের কয়েকটি ঘর ফাঁকা থাকবে। সেই ফাঁকা ঘরগুলি পুরণ করতে হবে। সেখানে এপিক নম্বর, নাম, ঠিকানা-এসবই লেখা থাকবে।
আপনার কাজ
ফর্মের বাকি অংশ ভোটারকেই পুরণ করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্য ফর্মটি বিএলও নিয়ে যাবে।
SIR চার রাজ্য
পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী রাজ্যে হবে SIR। কমিশন সূত্রের খবর ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। ম্যাপিং-এর ফলে ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত আর স্বচ্ছ্ব হবে।

