সংক্ষিপ্ত

নিজের মা'কে ভয়াবহ মারধর করে অবচেতন করে দিল ছেলে! ভিডিও করে সমাজ মাধ্যমে ছাড়লেন প্রতিবেসীরা

পুলপল্লি: কেরালার বয়নাদ জেলার পুলপল্লিতে মাতাল অবস্থায় ছেলে নির্মমভাবে মারধর করে অচেতন করে ফেলে নিজের মাকে। পাঠি নামের এক যুবক তার বৃদ্ধা মাকে মারধর করে। ইতিমধ্যেই মারধরের ওই ভিডিও ভাইরাল হয়েছে। পাঠিরি থুরুথিপল্লি থমাসের স্ত্রী বৎসলা (৫১) ছেলের নির্মম মারধরের শিকার হন। কোলে শিশু নিয়েই পাঠি মাকে মারধর করতে থাকে। ‘মা ঘরের অভিশাপ’ বলে চিৎকার করে মারধর করতে থাকে। প্রতিবেশীরাই ছেলের মারধরের ভিডিও করে রাখেন বলে জানা গিয়েছে।

প্রতিবেশীদের খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তের মায়ের জবানবন্দি নেয়। আক্রমণে আহত হলেও মা পুলিশের কাছে কোন অভিযোগ করেননি। অভিযোগ না করায় পুলিশ মামলা দায়ের করেনি। মারধরের খবর তদন্ত করতে পুলিশ আসায় এবং ভিডিও ভাইরাল হওয়ায় রাগ করে গত রাতেও মা’কে হেনস্থা করে অভিযুক্ত।

স্থানীয়রা জানিয়েছেন, পাঠি এবং তার ভাই আলবিন নিয়মিত তাদের বাবা-মাকে মারধর করত। দুজনেই পুলপল্লিতে বেসরকারি বাসের কর্মচারী। ছেলেদের মারধরের ভয়ে রাতে প্রতিবেশীর গোয়াল ঘরে এবং ভেড়ার খোঁয়াড়ে রাত কাটাতেন বৃদ্ধ দম্পতি। পাঠি আবারও মা’কে আক্রমণ করায় পুলিশ সুপার পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত দিনের ঘটনার জন্য পুলপল্লি পুলিশ পাঠির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্তের খবর পেয়ে পাঠি এবং তার ভাই পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।