সংক্ষিপ্ত

স্বাধীনতা পরবর্তী ভারতে কংগ্রেসের উত্থান-পতনের সঙ্গে বরাবরই অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে গান্ধী পরিবার। কিন্তু শেষ দশকের পর গোটা দেশে গেরুয়া উত্থানের হাত ধরে অনেকটাই ক্ষমতা কমেছে হাত শিবিরের।

পাঁচ রাজ্যের নির্বাচনেই কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এমনকি হাতের তালুতে থাকা পঞ্জাবও দখল করে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। আর স্বভাবতই দেশব্যাপী দলের এই বড় পরাজয়ের পর দলের হাইকমান্ডের ভূমিকাই প্রশ্নচিহ্নের সামনে পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়ে। এমতাবস্থায় সূত্রের খবর, রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগ চাওয়া হতে পারে দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। একইসঙ্গে কংগ্রেসের(Congress) পরিচালন ক্ষমতা থেকে এবার সরানো হতে পারে রাহুল গান্ধী(Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধীকেও(Priyanka Gandhi)। 

এই খবর সামনে আসতেই জোরদার চাপানউতর শুরু হয়েছে দেশের রাজ্য-রাজনীতিতে। এদিকে স্বাধীনতা পরবর্তী ভারতে কংগ্রেসের উত্থান-পতনের সঙ্গে বরাবরই অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে গান্ধী পরিবার। কিন্তু শেষ দশকের পর গোটা দেশে গেরুয়া উত্থানের হাত ধরে অনেকটাই ক্ষমতা কমেছে হাত শিবিরের। আর তাতেই প্রশ্ন উঠে গিয়েছিল দলের অন্দরেই। এমনকী সভাপতি পদে না থেকেও রাহুলের দলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ভাগ দেখা গিয়েছে কংগ্রেসের প্রবীণ বনাম নবীন শিবিরে। অন্যদিকে এবারের বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে গুরু দায়িত্ব গিয়েছিল সোনিয়া কন্যা প্রিয়াঙ্কার হাতে। সূত্রের খবর, রবিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁকে অব্যহতি দেওয়া হতে পারে দায়িত্ব থেকে। যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলের অন্দরে।  

আরও পড়ুন- ফের দেশব্যাপী বিজেপি-র জয়জয়কার, ভরাডুবি কংগ্রেসের, সোশ্যাল পাড়ায় মিমের বন্যায় ভাসছেন রাহুল-যোগীরা

আরও পড়ুন- যোগী ঝড়ে ধরাশায়ী অখিলেশ-মায়াবতী, উত্তরপ্রদেশে সর্ব বৃহৎ দল হিসাবে ফের আত্মপ্রকাশ বিজেপির

এদিকে এর আগে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে শশী থারুর, মনীশ তিওয়ারি, কপ্পিল সিব্বালের মতো পোড় খাওয়া নেতারাও প্রশ্ন তুলছেন। এমমকী সভাপতি বদল নিয়েও বারেবারেই সোচ্চার হতে দেখা গিয়েছে তাদের। এমনকী প্রকাশ্যে কিছু না বললেও দলের হাইকমান্ডের ভূমিকা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন লোকসভায় বিরোদী দলনেতা তথা বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। এদিকে পাঁচ রাজ্যে পরাজয়ের পর ফের তাদের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতাবস্থায় এবার বাস্তবেই সোনিয়া, রাহুলদের দলের অন্দরেই ডানাকাটা গেলে তা যা বড় হিন্দোল তৈরি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হতে পারে। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল-প্রিয়াঙ্কারা নিজেরাই পদত্যাগ করেন নাকি দলের চাপের মুখে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সেটাই দেখার। 

আরও পড়ুন- হিন্দুত্ববাদের পোস্টার বয় যোগীই, উত্তরপ্রদেশের ট্রিপল সেঞ্চুরি মার্কা জয়ে ফের তাই প্রমাণ করল বিজেপি

আরও পড়ুন- কড়া চ্যালেঞ্জের মুখে পড়েও উত্তরপ্রদেশে এত বড় জয় কী করে পেল বিজেপি, এক্স ফ্যাক্টর কী যোগী