সংক্ষিপ্ত

কেন্দ্রীয় বাজেটে মেয়েদের জন্য বিশেষ সুবিধা! মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী

সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে শুরু হল মোদীর ৩.০-এর প্রথম বাজেট। দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড আছে সীতারামনের ঝুলিতে। এই বাজেটে বিশেষ করে মহিলাদের উপরে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

মহিলাদের জন্য বিশেষ হোস্টেলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থ মন্ত্রী বলেন, ‘আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন’ 'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'।

এ ছাড়াও ঋণের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, 'দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'। এ ছাড়াও চাকরিতে মহিলাদের অগ্রাধিকারের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এ ছাড়াও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"