- Home
- India News
- ১০ শতাংশ নয়, জানুয়ারির শেষেই ৩% DA বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের! সুখবর কর্মী ও পেনশনভোগীদের
১০ শতাংশ নয়, জানুয়ারির শেষেই ৩% DA বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের! সুখবর কর্মী ও পেনশনভোগীদের
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01jj6yeb3ejbegesd5w2t0kh3b/8th-pay-commission-information-1737547525229.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
অবশেষে সব অপেক্ষার শেষ। মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
![](https://static-gi.asianetnews.com/images/01j5pszjza38wy7vme3jj1s270/asianet-news---2024-08-20t080015.701.png?impolicy=All_policy&im=Resize=(690))
১০ শতাংশ নয়, এবার বাড়ানো হচ্ছে ৩ শতাংশ মহার্ঘ ভাতা।
সরকারের তরফে এই ঘোষণার জেরে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। উপকৃত হবেন বহু পেনশন প্রাপকও।
আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
নির্দেশে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশের অধীনে কর্মরত সরকারি কর্মচারীরা এখন তাদের মূল বেতনের ৫৩ শতাংশ ডিএ পাবেন।
উল্লেখ্য, আগে মহার্ঘ ভাতার হার ছিল ৫০ শতাংশ। সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অতিরিক্ত ডিএ কিস্তির বকেয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সকলকে প্রদান করা হবে।
এরইসঙ্গে জানুয়ারি ২০২৫-এর মাসিক বেতনও বর্ধিত ডিএ অন্তর্ভুক্ত করবে।
স্বাভাবিকভাবে সরকারের এহেন সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকদের।
অর্থ দফতরের জারি করা অন্য একটি আদেশ অনুসারে, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ডিএ তাদের মূল পেনশন বা মূল পারিবারিক পেনশনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে।
সংশোধিত হারগুলি ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া পেনশন এবং পারিবারিক পেনশনে প্রতিফলিত হবে।
আপনি যদি ভেবে থাকেন যে বাংলা সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে তাহলে ভুল ভাবছেন। আসলে DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার।
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম নির্বাচিত সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বাড়িয়ে ৫৩ শতাংশ করেছে। ইতিমধ্যে এই মর্মে একটি নির্দেশিকা অবধি জারি করা হয়েছে।