Viral Video News: ছাত্রাবাসে স্যুটকেস খুলতেই আতঙ্ক। ভেতর থেকে ভেসে এল অদ্ভুত আওয়াজ, ১২ সেকেন্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হট্টগোল। কী রয়েছে ওই স্যুটকেসে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।                                           

Viral Video News: ছাত্রাবাসে স্যুটকেস খুলতেই আতঙ্ক। ভেতর থেকে ভেসে এল অদ্ভুত আওয়াজ, ১২ সেকেন্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হট্টগোল। কী রয়েছে ওই স্যুটকেসে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি একটি হরিয়ানার সোনিপাতের 'OP Jindal University' নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের। ভিডিয়োতে দেখা গিয়েছে যে, একজন ছাত্র একটি স্যুটকেস নিয়ে রাতের অন্ধকারে হোস্টেলের ভিতরে ঢুকছে। কিন্তু অদ্ভুতভাবে ওই স্যুটকেসের ভিতর থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন হোস্টেলের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অন্যান্য আবাসিক ছাত্ররা। শুধু তাই নয়, ছেলেদের ওই ছাত্রাবাসে স্যুটকেস খোলার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ১২ সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।

তবে ঠিক কী কারণে স্যুটকেসের ভিতর থেকে এমন আওয়াজ আসছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ভিডিয়োটি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, স্যুটকেসের মধ্যে কোনও প্রাণী আটকে পড়েছিল, আবার কারও ধারণা অন্য কিছু! যদিও ওই ছাত্রাবাস কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার আকস্মিকতায় ছাত্ররা বেশ আতঙ্কিত।

সুটকেস খুলতেই হুলস্থুল কাণ্ড (Viral Video News)

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্র ভয়ে ভয়ে স্যুটকেসের কাছে যাচ্ছে এবং ভেতর থেকে আসা আওয়াজ শোনার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একটি বড় স্যুটকেস নিয়ে ছেলেদের হোস্টেলে প্রবেশ করছে। সে যেই করিডোর দিয়ে যাচ্ছিল, স্যুটকেসটি কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে ঝাঁকুনি খায়। ঠিক সেই সময় স্যুটকেসের ভেতর থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শোনা যায় বলে জানা গিয়েছে।

Scroll to load tweet…

আওয়াজ শুনে সন্দেহ প্রকাশ নিরাপত্তারক্ষীর (Viral Video News)

ওই আওয়াজ শুনে ঘটনাস্থলে থাকা হোস্টেলের নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। তিনি তৎক্ষণাৎ ওই ছাত্রকে থামান এবং তল্লাশি শুরু করেন। যেই স্যুটকেসটি খোলা হয়, সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যান। কেউ একজন গোটা ঘটনাটি নিজের ফোনে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল করে দেয় বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুনধর ওই ছাত্রের কীর্তির ভিডিয়ে (Viral Video News)

জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, স্যুটকেসের ভেতরে বন্দি মেয়েটি নাকি ওই ছাত্রের বান্ধবী। আসলে, ছেলেদের হোস্টেলে মেয়েদের প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন খুবই কঠোর। তাই বান্ধবীর সঙ্গে প্রেমালাপ করতে স্যুটকেসকেই হাতিয়ার করেন ওই কীর্তিমান ছাত্র। কিন্তু হোস্টেলে প্রবেশে পথে স্যুটকেস থেকে আওয়াজ আসায় নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয় এবং তার এই কাজ ধরা পড়ে যায়। আর তার পর যা হল তা তো সবারই জানা।

নেটপাড়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে মুহুর্তের মধ্যে ছড়িয়েছে লাইক আর কমেন্টেকর বন্যা। যেখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''ভগবান যেন এমন প্রেমিক সবাইকে দেন।'' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "এখন ড্রামের পর স্যুটকেস কোম্পানি বন্ধ করার ভালো উপায়।"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।