Cancer News: যুগের সঙ্গে পাল্লা দিয়ে যত আধুনিক হচ্ছি আমরা ততই একাধিক রোগব্যাধি বাসা বাঁধছে আমাদের শরীরে। তবে আজকের যুগের মানুষরা যে স্বাস্থ্য সচেতন নয়, এমটা কিন্তু মোটেও নয়। বিশদে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Cancer News: যুগের সঙ্গে পাল্লা দিয়ে যত আধুনিক হচ্ছি আমরা ততই একাধিক রোগব্যাধি বাসা বাঁধছে আমাদের শরীরে। তবে আজকের যুগের মানুষরা যে স্বাস্থ্য সচেতন নয়, এমটা কিন্তু মোটেও নয়। কারণ, এখন সোশ্যাল মিডিয়ার ওয়াল হোক কিংবা রাস্তাঘাটে চোখের সামনে অহরহ দেখা যায় নানারকম জিমের বিজ্ঞাপন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন রেড অ্যালার্টে। কারণ, যেভাবে ভারতীয়দের মধ্যে বাড়ছে স্থুলতা তাতে এখন থেকে সচেতন না হলে সমস্যা বাড়বে বৈকি কমবে না।
এই বিষয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে Impose Health Service Report 2024। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে বর্তমান দিনে ক্যানসার আক্রান্ত হওয়ার ভয়ে ভীত মানুষের সংখ্যা ২৩ শতাংশ। এছাড়াও আমাদের দেশের ৪৮ শতাংশ মানুষ ওবিটিসি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। গত বছর এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে।
জানা গিয়েছে সমীক্ষাটি প্রায় ৩১টি দেশের ২৩ হাজার মানুষের উপর করা হয়েছিল। সমীক্ষায় অংশ নিয়েছিল ভারতের ২২০০ জন। সেই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে ওবিটিসি নিয়ে দুশ্চিন্তায় ভোগেন ১৪ শতাংশ মানুষ। সেখানে ক্যানসার নিয়ে ভাবেন ১২ শতাংশ মানুষ। এই সমীক্ষা চালানো হয়েছিল মূলত তিনটি বিষয়ের উপর।
১। ওবিটিসি
২। ক্যানসার
৩। মানসিক অবসাদ ও টেনশন
জানা গিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অঙ্ক নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। যেখানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এই সমীক্ষা চালানো হয়েছিল মহিলাদের উপরেও। সেখানে দেখা গিয়েছে, দেশের ৫৫ শতাংশ মহিলা চিন্তিত তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আরও জানা গিয়েছে, ওই সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে যে, যে সমস্ত মহিলারা তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৫৫-র মধ্যে। ফলে বলা যেতে পারে, যান্ত্রিক সভ্যতার এই যুগের সঙ্গে তাল মিলিয়ে যত আমরা আধুনিক হচ্ছি ততই তাল কাটছে জীবনের। বয়ে আসছে হতাশা, নিসঙ্গতা। যা মানসিক স্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


