হঠাৎ ৭% ডিএ বৃদ্ধি! ধামাকা খবর সরকারি কর্মীদের জন্য, মার্চেই মিলবে অতিরিক্ত টাকা?
আগে থেকে আগাম কোনও খবর দেওয়া হয়নি। আচমকা এল সুখবর! আবারও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। দারুণ খুশি সরকারি কর্মচারীরা। কে কত টাকা পাবেন, দেখে নিন।

দিন কয়েক আগেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ।
যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পান, তাঁদের ৩% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।
এবার ফের একবার সুখবর দেওয়া হল। আবারও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
৭% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের!
কেন্দ্রের দেখানো পথে হেঁটে বিগত কয়েক সপ্তাহে একাধিক রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা অবশ্য এখনও এই নিয়ে কোনও সুখবর পাননি।
এর মাঝেই জানা যাচ্ছে, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) পঞ্চম ও ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পান, তাঁদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।
যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পান, সম্প্রতি তাঁদের ১২% ডিএ (DA) বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে তাঁদের মহার্ঘ ভাতা হয়েছে ৪৫৫%।
অন্যদিকে ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৭% বাড়িয়ে ২৪৬% করা হয়েছে।
এদিকে সাধারণত কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের বছরের দু’বার ডিএ বাড়ানো হয়। চলতি বছর দু’বার বাড়িয়ে দেওয়া হয়েছে।
এবার শোনা যাচ্ছে, ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এবার কত শতাংশ হারে বাড়ানো হতে পারে, ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।