সংক্ষিপ্ত
২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার বিক্ষোভকারী কৃষককে গাড়ির ধাক্কায় পিষে মারার অভিযোগ ওঠে মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রর বিরুদ্ধে।
শর্ত সাপেক্ষে জামিন পেলেন লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র। ২০২১ সালে গাড়ির ধাক্কায় লখিমপুর খেরিতে মৃত্যু হয়েছিল বিক্ষোভকারী কৃষকদের। ঘটনায় মন্ত্রী-পুত্র আশিস মিশ্রর বিরুদ্ধে চার কৃষককে গাড়ির ধাক্কায় পিষে মারার অভিযোগ ওঠে। এবার শর্ত সাপেক্ষে ৮ সপ্তাহের জন্য তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের শর্ত অনুযায়ী, জামিনে থাকাকালীন দিল্লি ত্যাগ করতে হবে আশিস মিশ্রকে। দিল্লি বা উত্তরপ্রদেশের আশেপাশেও থাকতে পারবেন না মন্ত্রী-পুত্র। এমনকী সাক্ষীর উপর মিশ্র পরিবারের কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে সেই মুহূর্তে জামিন খারিজ হয়ে যাবে।
২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার বিক্ষোভকারী কৃষককে গাড়ির ধাক্কায় পিষে মারার অভিযোগ ওঠে মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রর বিরুদ্ধে। সেই সময় কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি-সহ গোটা উত্তরপ্রদেশ। এই দাবিতেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতেও জমায়েত করেছিলেন কৃষকরা। সেই জমায়েতের উপরই গাড়ি চালিয়ে দেন আশিস মিশ্র বলে অভিযোগ। ঘটনায় প্রাণ যায় চার কৃষকের। ঘটনার এক সপ্তাহের মধ্যে মন্ত্রী-পুত্রকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
Subscribe to get breaking news alerts
আরও পড়ুন -
মেঘালয়ে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার- মাটি কাঁপল রাজধানীর, একনজরে দেশের গুরুত্বপূর্ণ ১০টি খবর
বিবিসি-র 'বিতর্কিত'তথ্যচিত্র দেখানোর অনুমতি দিল না জেএনইউ, বন্ধ করা হল বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও