সংক্ষিপ্ত
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে শিক্ষকদের মামলা।
সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের শিক্ষকদের। মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সুপ্রিম ধাক্কা খেয়েছে শিভক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। বদলি নিয়ে তাঁদের দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই মামলায় বলা হয়েছে, বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিক কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্পষ্ট এবার শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শিক্ষকদের মেনে নিতে বলে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে শিক্ষকদের মামলা। মাধ্যমিক স্তরের শিক্ষকদের বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরোধিতা করে শিক্ষক সংগঠন এসটিইএ মামলা করেছিল। সংগঠনের অভিযোগ ছিল ২০১৭ সালে একটি সশোধনীর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন ১৯৯৭ -এ একটি ধরা ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হয়েছে। আসলে এই ধারাটি বদলের ফলে নতুন নিয়ম অনুযায়ী চালু করা হয়েছে ১০ সি ধারা। অর্থাৎ কার্যকর করা হয় প্রশাসনিক বদলির ধারা। ১০ সি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনও সময় শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারে রাজ্য সরকার। এই ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেও বদলি কার্যকর হবে এসএসসির মাধ্যমে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শিক্ষক সংগঠন। প্রায় এক বছর আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্ট শিক্ষকদের আবেদন খারিজ করে দিয়েছে। তাতে এবার রাজ্যে যে কোনও স্থানেই শিক্ষকদের বদলি করা যেতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।