সংক্ষিপ্ত

মর্মান্তিক এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তামিলনাড়ুর নমাক্কাল জেলায়। কীভাবে রোল খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই ছাত্রী সেই নিয়ে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

শওয়ার্মা রোলেই লুকিয়ে বিপদ। চিজ-মেওনিজ আর মাংসের টুকরোতে ঠাসা শওয়ার্মা রোলে কামড় বসাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল নবম শ্রেণীর পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তামিলনাড়ুর নমাক্কাল জেলায়। কীভাবে রোল খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই ছাত্রী সেই নিয়ে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাওয়ার শাওয়ার্মা রোল। চিজ মেওনিজে ঠাসা এই রোল বর্তমানে অনেকেরই হট ফেভারিট। কিন্তু এই রোলই যে কারোর মৃত্যু ডেকে আনতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। জানা যাচ্ছে তামিলনাড়ুর নমাক্কাল জেলার একটি হোটেল থেকে ওই শাওয়ার্মা চিকেন রোল কিনে খান ওই ছাত্রী। রোল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ১৪ বছরের ওই নাবালিকা মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর মৃত পড়ুয়ার নাম ডি. কালাইয়ারসি। নমাক্কাল শহরের এএস পাট্টাই এলাকার বাসিন্দা সে। উল্লেখ্য এই দোকানের শাওয়ার্মা রোল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকেই। অনেকেই গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি। গত শনিবার ডি. কালাইয়ারসি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে আসেন। সেইখানেই এক হোটেলে তারা চিকেন শাওয়ার্মা রোল খায়। এই রোল খাওয়ার পরই বমি হতে শুরু করে মেয়েটির। শুরু হয় পেটে অসম্ভব যন্ত্রণা। এই পরিস্থিতিতে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত সোমবার চিকিৎসা চলাকালীনই নাবালিকার মৃত্যু হয় ওই পড়ুয়ার।