Odisha Gang Rape News: বিজেপি শাসিত রাজ্যে ফের গণধর্ষনের অভিযোগ। গ্রেফতার ২। নাবালিকা গণধর্ষন করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Odisha Gang Rape News: বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষনের অভিযোগ। নাবালিকাকে তিনজন মিলে একাধিকবার গণধর্ষনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎপুর জেলায়। সূত্রের খবর, একাধিকবার গণধর্ষনের জেরে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সম্পর্কে দুই ভাই। বাকি একজন এখনও পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগৎপুরের বনশবাড়া গ্রামের দুই ভাই - ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাস। এবং তাদের সহযোগি টুলু বাবু দীর্ঘদিন ধরে নাবালিকা ওই মেয়েটিকে বারবার যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। মেয়েটি পাঁচ মাসের গর্ভবতী তা জানতে পেরে, তিন অভিযুক্ত অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তাকে জীবন্ত পুড়িয়ে মারর চেষ্টা করে। তবে, সময়মতো মেয়েটিকে উদ্ধার করা হয়। ফলে প্রাণে বেঁচে গিয়েছে ওই নাবালিকা।

আরও জানা গিয়েছে, বর্তমানে ওই নাবালিকা জগৎপুর জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছে সে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী তিন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ভাগ্যধর দাস এবং পঞ্চানন দাসকে। অপর অপরাধী টুলুবাবু ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। তা খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অন্যদিকে, একটানা মুষলধারা বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়। স্কুলের ছাদ ভেঙে মুহুর্তের মধ্যে প্রাণ হারাল অন্তত সাতজন পড়ুয়া। ঘটনায় আহত অন্তত ১৫ জন পড়ুয়া। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়াড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি যখন ঘটেছে সেই সময় খুদে পড়ুয়ারা সবেমাত্র প্রার্থনা শেষ করে ক্লাসরুমে যাচ্ছিল। সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনা। প্রাইমারি স্কুলের ছাদ ভেঙে প্রাণ হারায় সাতজন পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫ জন। 

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে এমনিতেই চারিদিকে জল থইথই অবস্থা। তার মধ্যে রাজস্থানের ঝালওয়াড়ে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ-প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন। জানা গিয়েছে, স্কুলবাড়িটি অন্তত ২০ বছরের পুরনো। এবং ছাদের স্লাব পাথরের হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে সবাইকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।