কর্ণাটকী গায়িকার সঙ্গে চার হাত এক হল তেজস্বী সূর্যর! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল সেই ছবি
বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য বৃহস্পতিবার কর্ণাটকী গায়ক শিবশ্রী স্কন্দপ্রসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও রাজনৈতিক সহযোগীরা। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ঝলক শেয়ার করেছেন এবং নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বিয়ের ছবিতে দেখা গিয়েছে বিজেপি নেতা আন্নামালাই, প্রতাপ সিমহা এবং অমিত মালব্যকে। কর্ণাটকের বিজেপি সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি সোমান্নাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পরে সেই ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেন।
শিবশ্রী স্কন্দপ্রসাদ কর্ণাটকী সংগীত, ভরতনাট্যম এবং ভিজ্যুয়াল আর্টের এক বহুমুখী শিল্পী। সংগীত সমৃদ্ধ পটভূমি থেকে আগত, তিনি গুরু এ এস মুরালির নির্দেশনায় শাস্ত্রীয় কর্ণাটকী সংগীতে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ব্রহ্ম গণ সভা এবং কার্তিক চারুকলার মতো সম্মানিত প্ল্যাটফর্মে তার প্রতিভা প্রদর্শন করেছেন।
