
মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয়ের উচ্ছ্বাস বিজেপির, এবার কি বাংলাতেও গেরুয়া ঝড়
মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে একতরফা জয় পেল বিজেপি ও শিবসেনা (একনাথ শিন্ডে) জোট। খোদ বলিউড নগরীতে ভেঙে পড়ল ঠাকরে সাম্রাজ্য। বড় জয়ের পর মুম্বই সহ শিবাজী মহারাজের রাজ্যে উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা।
মুম্বই সহ মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে একতরফা জয় পেল বিজেপি ও শিবসেনা (একনাথ শিন্ডে) জোট। খোদ বলিউড নগরীতে ভেঙে পড়ল ঠাকরে সাম্রাজ্য। বড় জয়ের পর মুম্বই সহ শিবাজী মহারাজের রাজ্যে উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। আর ক মাস পরেই পশ্চিমবাংলায় বিধানসভা ভোট। তার আগে মারাঠা মুলুকে বিজেপির এই জয় নিশ্চিতভাবেই শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্যদের মনোবল বাড়াবে।