Viral Video: নিমেষে সারাই যন্ত্রপাতি, কারিগরের দক্ষতা দেখে তাজ্জব নেট দুনিয়া
কখনও পিটিয়ে, কখনও যত্নে-আদরে সূক্ষ্ম কারুকাজে সারাই করে ফেলছেন রান্নাঘরের অকেজো যন্ত্রপাতি। মিস্ত্রী না বলে, তাঁকে শিল্পী বলাই শ্রেয়। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মিনিটের মধ্যে সারাই হয়ে যাচ্ছে কুকার থেকে মিক্সার। কারিগরের অসাধারণ দক্ষতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও পিটিয়ে, কখনও যত্নে-আদরে সূক্ষ্ম কারুকাজে সারাই করে ফেলছেন রান্নাঘরের অকেজো যন্ত্রপাতি। মিস্ত্রী না বলে, তাঁকে শিল্পী বলাই শ্রেয়।